ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

আট কোটি টাকা মূল্যের সরকারি বিল উদ্ধার করলো প্রশাসন

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২৩, ২২:৪৮

কিশোরগঞ্জের ভৈরবে আট কোটি টাকা মূল্যের সরকারি বিল উদ্ধার করে লাল নিশান টানিয়েছে প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে আজ মঙ্গলবার বিকেলে উপজেলার শিবপুর এলাকায় সরকারের ১নং খতিয়ানভুক্ত ৪ দশমিক ৯৪ একর বিলটি সরকারের দখলে নেয়।

জানা যায়, উপজেলার শিবপুরের রগুন্নাথপুর এলাকার সরকারি বিলটি স্বাধীনতার পর থেকে মানুষের দখলে ছিল। ২০১৪ সালের দিকে ওই এলাকার এক ব্যক্তি মাছ চাষ করে আসছিল। দীর্ঘদিন পর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিলটি সরকারের দখলে আনা হয়। ওই বিলটি সরকারি নিয়মনীতি অনুসরণ করে লিজ দিলে সরকার রাজস্ব পাবে। বর্তমানে বিলের চারপাশে লাল নিশান ও নোটিশ টানিয়ে সর্বসাধারণকে বিলে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে প্রায় ৫ একর পরিমাণ সরকারি বিলটি স্থানীয় ব্যক্তির দখলে ছিল। প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করে সরকারের দখলে আনা হয়।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ