নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩ দিন ধরে জুবেদ মিয়া (১৭) ও আলী আকবর (১৩) নামে দুই কিশোর নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) ওই ২ কিশোরের বাবা জগন্নাথপুর থানায় নিখোঁজের ঘটনা উল্লেখ করে পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজরা হলেন, জুবেদ মিয়া জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (দক্ষিণপাড়া) এলাকার সুলেমান আলীর ছেলে ও আলী আকবর একই এলাকার আলী হোসেনের ছেলে। সম্পর্কে ওই দুই কিশোর চাচ-ভাতিজা।
নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, গত রোববার বিকেলে শেষবার তাদের নিজ এলাকায় দেখা যায়। এরপর থেকে তাদের আর কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা সব থানায় ছবিসহ তথ্য পাঠিয়ে দিয়েছি। পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ