নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ময়মনসিংহের নান্দাইলে বিদ্যালয়ের পাঠ্যবই বিক্রির ঘটনায় জড়িত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে নান্দাইল- ত্রিশাল সড়কে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের আনসার কমান্ডার মোঃ কাজিমদ্দিন,অভিভাবক মোঃ তাজুল ইসলাম,গোলাম মোস্তফা,শফিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা ঘটনায় জড়িত প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ ও সহকারী শিক্ষক নাজিম উদ্দিনের অপসারণ ও সঠিক বিচারের দাবি জানান।
এ ব্যাপারে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে রিপোর্ট পাওয়ার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নান্দাইলের চরবেতাগৈর ইউনিয়নের আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ ও সহকারী শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ২০১৮ থেকে ২০২৩ ইং শিক্ষাবর্ষের ৪ হাজার ২৯ টি সরকারি পাঠ্যবই বিক্রি করে দেওয়ার সময় চরবেতাগৈর ইউনিয়নের আনসার ভিডিপির কমান্ডার মো. কাজিমদ্দিনের সহযোগিতায় পিকআপ ভর্তি পাঠ্যবই এলাকাবাসী আটক করেন।
পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে তাৎক্ষণিক নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
পরে এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ