নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক স্থানে অজ্ঞাত যুবকসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে ভৈরবপুর উত্তরপাড়া রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার এবং বিকেল ৩টায় পৌর এলাকার পদ্মা ডিপোর সংলগ্ন মেঘনা নদীতে শিশু মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু মিয়া ভৈরব পৌর শহরের চণ্ডিবের পলতাকান্দা এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন শিশু মিয়া। আজ সকাল ১১টায় বাড়ি থেকে হাটাহাটি করতে বের হয়। ১২টার দিকে তিনি মেঘনা নদীতে গোসল করতে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যায়। পরে দুপুর ২টার দিকে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়। খবর পেয়ে তিনটার দিকে নৌ পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
ভৈরব নৌ থানা পুলিশ উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ৯৯৯ এ খবর পেয়ে মেঘনা নদী থেকে শিশু মিয়া নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ না থাকায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ