ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

রূপগঞ্জে আ. লীগের উন্নয়ন শোভাযাত্রা

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২৩, ১৫:১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শোভাযাত্রা করেছে কাঞ্চন পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কাঞ্চন বাজারে পৌর মেয়র রফিকুল ইসলামের নেতৃত্বে এই শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি কাঞ্চন পৌরসভা থেকে শুরু করে কাঞ্চন বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়।

এ সময় পৌর মেয়র ও উপজেলা আ. লীগের কার্যকরী সদস্য রফিকুল ইসলাম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তা বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। পিছিয়ে পড়া দেশকে তিনি উন্নয়নের মাধ্যমে বিশ্ব দরবারে নিয়ে গেছেন। যদি আ. লীগ আবার ক্ষমতায় না আসে তাহলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আ. লীগকে বিজয়ী করে আবারও ক্ষমতায় আনতে হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ