নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের কাশবনে বেড়াতে এসে নৌকা থেকে পড়ে যায় তিন বছর বয়সী শিশু আব্দুল্লাহ আল সাদ। সন্তানকে বাঁচাতে সাথে সাথেই নদে ঝাঁপিয়ে পড়েন মা। শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও মা পানিতে তলিয়ে যান। এরপর নিখোঁজের দীর্ঘ ১৭ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ ডুবুরি দল।
নিহত রিনি আঞ্জুমান (৩৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়না বাজার এলাকার নগর হাওলা গ্রামের নাজমুল হক সবুজের স্ত্রী।
এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গফরগাঁওয়েরে ব্রহ্মপুত্র নদের সালটিয়া সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও গফরগাঁও থানা পুলিশ প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে নিখোঁজ নারীর সন্ধ্যান পায়নি। এ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার
নিহতের স্বামী সবুজ জানান, তার স্ত্রী রিনি ডাক্তার দেখাতে শুক্রবার ভালুকায় আসেন। পরে ডাক্তার না পেয়ে রিনি ভাই শাশুড়িসহ পাঁচজন নিয়ে গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের পাঁচুয়ায় বেড়াতে চলে আসেন। বিকেলে তারা ব্রহ্মপুত্র নদের কাশবন দেখতে নৌকায় উঠেন। নৌকা করে ঘোরার একপর্যায়ে ওই নারীর তিন বছর বয়সী শিশু সন্তান আব্দুল্লাহ ব্রহ্মপুত্রে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ওই নারী নদীতে ঝাঁপ দেন। এরপর নিখোঁজের ১৭ ঘণ্টা পর ডুবুরিরা ঘটনাস্থলের পাশ থেকে রিনির মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ব্রহ্মপুত্র নদের ঘটনাস্থলের পাশ থেকেই নিখোঁজ ওই নারীর মরদেহ উদ্ধার হয়েছে। নিহতের স্বামীর আবেদনের প্রেক্ষিতে মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ