ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর অভিমুখে বিএনপির রোডমার্চ

প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৯

সরকার পতনের একদফা দাবিতে পটুয়াখালী থেকে রোডমার্চ শুরু করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে স্থানীয় খলিসাখালি পুরাতন এয়ারপোর্টে দলটির নেতাকর্মীরা একে একে জড় হতে থাকে। পরে সকাল ৮টায় উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শুরু করে দলটি।

জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির নেতৃত্বে কুয়াকাটা বরিশাল মহাসড়ক দিয়ে বাস ট্রাক ও মোটরসাইকেলে নিয়ে পিরোজপুরের দিকে এগিয়ে যায় রোডমার্চ। এ সময় জাতীয় পতাকা ও দলিয় পতাকা নিয়ে বিএনপির নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

রোডমার্চ শেষে পিরোজপুরে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও নজরুল ইসলাম খান বরিশাল বিভাগের স্থানীয় নেতারা।

নেতাকর্মীরা জানান, বর্তমান সরকারে পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বিভিন্ন সময়ে সারা দেশের তাদের এই কর্মসূচি।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ