নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ময়মনসিংহের গফরগাঁও ব্রহ্মপুত্র নদের কাশবনে বেড়াতে গিয়ে রিমি আঞ্জুমান (৩৫) নামের এক নারীর ৫ বছরের শিশু সন্তান নৌকা থেকে নদের পানিতে পড়ে যায়। সন্তান বাঁচাতে নদে ঝাপ দেন মা রিমি। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। তবে নৌকার লোকজন নদে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে সক্ষম হয়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত সালটিয়া সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রিমি আঞ্জুমান গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাতল গ্রামের নজিমুজ্জামান সবুজের স্ত্রী।
জানা যায়, ঘটনার পরই গফরগাঁও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও গফরগাঁও থানা পুলিশ প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে নিখোঁজ নারীর সন্ধান পায়নি। এ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়েও ওই নারীর সন্ধান মেলেনি। ঘটনাস্থলে বেশ স্রোত রয়েছে। পাশাপাশি আলোর স্বল্পতাও রয়েছে। এ অবস্থায় আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার ভোর রাত থেকে ফের উদ্ধার অভিযান শুরু হবে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ