ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে ৩৭৫৫ ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩১

ঠাকুরগাঁওয়ে ৩৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইলিয়াস আলী ওরফে নিরব (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে বালিয়াডাঙ্গী থানার ৬নং ভানোর ইউনিয়ন থেকে আটক করা হয়।

মো. ইলিয়াস আলী ওই ইউনিয়নের দূর্গাপুর (কাশিডাঙ্গা) গ্রামের আব্দুল খালেকের ছেলে।

এসআই মো. আব্দুস সোবহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার ভানোর ইউনিয়নের দূর্গাপুরে (কাশিডাঙ্গা) ইলিয়াস আলীর বসতবাড়িতে অভিযান চালাই। তার বসত ঘরের মেঝে থেকে ৩৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ