ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

ছিন্নমূল কর্মজীবীদের প্রতিভা অন্বেষণে সংগীত প্রতিযোগিতা শুরু

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১১

নীলফামারীর ডোমারের রিকশা-ভ্যান চালক, শ্রমিক, তাঁতীসহ ছিন্নমূল কর্মজীবীদের প্রতিভা অন্বেষণে সংগীত প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিনের মতো অডিশন রাউন্ড চলছে।

বৃহষ্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডোমার শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ। প্রতিযোগিতার আয়োজক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ সভাপতিত্ব করেন।

এ সময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, প্যানেল মেয়র সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রতিযোগিতায় অডিশন রাউন্ডে দুইশত ছয়জন অংশগ্রহণ করবে। দুইদিনের মধ্যে প্রাথমিকভাবে বাছাই পর্ব শেষ করা হবে। বাছাইয়ের পর শুরু হবে মূল প্রতিযোগিতা।

প্রতিযোগিতার প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার ২৫হাজার টাকা ছাড়াও মোট ১০জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হবে।

এ দিকে ছিন্নমুল কর্মজীবীদের সংগীত প্রতিযোগিতায় বিপুল সাড়া ফেলেছে এলাকায়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছিন্নমূল কর্মজীবীরা তাদের মনের মধ্যে লুকানো প্রতিভাকে প্রকাশ করতে অডিশন রাউন্ডে অংশগ্রহণ করছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ