নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিক জয়নাল আবেদীনকে ডেকে নিয়ে হত্যার পর বস্তাবন্দি করে মরদেহ বিলের পানিতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফলদার ঘোনার পাড়া মোইশা বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জয়নাল আবেদীন (৩০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় বাসিন্দা। তিনি গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সিএনজিচালক ছিলেন।
এর আগে পরকীয়া প্রেমিকার স্বামী উপজেলার ফলদা ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার মৃত সাইদ আলীর ছেলে জীবনের জবানবন্দি অনুযায়ী ওই বিল থেকে প্রেমিকের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, ফলদা এলাকার জীবনের স্ত্রী কালিয়াকৈর থাকাকালে সিএনজিচালক জয়নালের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের অবৈধ সম্পর্ক স্বামী জীবন জানতে পারে। পরে স্ত্রীর সাথে কথা বলে গত ৬ সেপ্টেম্বর জয়নালকে কালিয়াকৈর থেকে ফলদায় ডেকে নিয়ে আসে। এরপর আর জয়নালের খোঁজ না পাওয়ায় তার পরিবার কালিয়াকৈর থানায় সাধারণ ডায়রি করেন।
এদিকে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জীবনের সংশ্লিষ্টতা খুঁজে পেলে তাকে আটক করে। জীবন হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তার কথা অনুযায়ী গ্রামের বাড়ি ফলদার ঘোনাপাড়ার বিল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এসময় জীবন উপস্থিত ছিল।
ফলদা ঘোনাপাড়ার ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মিয়া বলেন, প্রেমের সম্পর্কের জের ধরে ওই ব্যাক্তিকে ডেকে এনে হত্যার পর লাশ বিলে ফেলে দেয়া হয়। পরে জীবনের কথামতো ভুঞাপুর থানা ও কালিয়াকৈর থানা পুলিশ লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভূঞাপুর থানার এসআই কামরুল ইসলাম বলেন, ওই ব্যক্তি নিখোঁজের একটি ডায়রি হয়েছিল কালিয়াকৈর থানায়। প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে। পরে জীবনের কথা অনুযায়ী ফলদার বিল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জীবন পুলিশ হেফাজতে রয়েছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ