নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির ফসলের ক্ষতিপূরণ পেলেন প্রকল্প এলাকায় চাষাবাদকারী ক্ষতিগ্রস্ত কৃষক।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের ৬১ জন কৃষকের হাতে ক্ষতিপূরণের ৪ কোটি ৫৭ লাখ ৪২ হাজার ১৩০ টাকার চেক হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার টি এম রাহসিন কবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ গণমাধ্যমকর্মীসহ আরও অনেকে।
উল্লেখ্য, ১৯১৭ সালে চরাঞ্চলের ৯৯০ একর খাস জমি অধিগ্রহণ করা হয়। এর আগে ৪ দফায় ৩শ ৪২ জন কৃষককে অধিগ্রহণকৃত জমি ও ফসলের ক্ষতিপূরণ বাবদ সোনালী ব্যাংকের মাধ্যমে চাষাবাদকৃত কৃষকের একাউন্টের ২১ কোটি ৮ লাখ ৫৯ হাজার ৮শ ৫৫ টাকার চেক হস্তান্তর করা হয়।
নয়া শতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ