ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

রংপুরে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১১ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৬

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ গ্রুপ অব কোম্পানি এবং কৃষি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মু. ইউনূস সহ ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত সিনিয়র খামার ব্যবস্থাপক ফারুকুল ইসলাম এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী শামীম আল মামুন।

মামলার অন্যান্যরা আসামিরা হলেন, গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুর জাহান বেগম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শামসুদ দোহা,বোর্ড সদস্য ইমামুস সুলতান, রতন কুমার নাগ ও শাহাজান।

আইনজীবী ও এজাহার সূত্রে জানা গেছে, ওই মামলার বাদী অবসরত্তর গ্রাচ্যুইটি ও অর্জিত ছুটি বাবদ ৯,৭৫,১২৫ (নয় লক্ষ পঁচাত্তর হাজার একশত পঁচিশ টাকা) ক্ষতিপূরণ বাবদ পাওনা আদায়ের লক্ষ্যে ড. ইউনূস সহ অপর আরও ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার বাদী ফারুকুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাধীন গ্রামীণ কৃষি ফাউন্ডেশন ইউনিট কার্যালয়ের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সেই সময়ে বাদীর অবসরত্তর গ্রাচ্যুইটি এবং অর্জিত ছুটি নগদায়ন বাবদ পরিশোধ না করে তাকে অবসরে যেতে বাধ্য করে। পাওনা পরিশোধ করতে টালবাহানা করে আসছিল।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ