ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

কিশোরগঞ্জে কৃষক হত্যায় ৩ ভাইসহ ৭ জনের যাবজ্জীবন

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক আক্তারুজ্জামান হত্যা মামলায় তিন ভাইসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাকুন্দিয়া উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের আব্দুল গফুরের তিন ছেলে আসাদ মিয়া (৪৯,) আবুল কাশেম (৫৯), ফালান মিয়া (৪৫), একই এলাকার রফিকের ছেলে আল-আমিন (২৫), এনামূল হক (২০), সুমন মিয়া (২৫) ও মাসুদ (২৮)।

আদালতে রায় ঘোষণার সময় আসামি আল-আমিন ও এনামূল হক ছাড়া সবাই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০১৮ সালের ২৭ ডিসেম্বর বিকেলে জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের কৃষক আক্তারুজ্জামান কাওনা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি

ফিরছিলেন। পূর্ব বিরোধের জেরে একই এলাকার আসামিরা তার ওপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আশরাফুন্নেছা বাদী হয়ে ২৯ ডিসেম্বর ৭ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা

দায়ের করেন।

পরে তদন্ত শেষে ২০১৯ সালের ৯ জুলাই আসামিদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা জেলা সিআইডির সহকারি পুলিশ সুপার মো. আনিছুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত বিচার কাজ শেষে আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ