ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৩ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৮

কুড়িগ্রামের উলিপুরে ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম ওরফে কালুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ঢাকার কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শফিকুল পান্ডুল ইউনিয়নের তনুরাম হাজীপাড়া গ্রামের ওমর আলী বেপারীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকা থেকে পৃথক দুটি মাদক মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শফিকুল ইসলাম ওরফে কালুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ