ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

সালথায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৩ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১০

ফরিদপুরের সালথায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মিতু খানম কথা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমাবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিতু সালথা উপজেলার সদর বাজার সংলগ্ন সালথা পাড়ার জুলেয় মাতুব্বারের স্ত্রী। তার ১ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করলে ডেঙ্গু ধরা পড়ে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গৃহবধূর স্বামীর চাচাতো ভাই বাদল হোসেন বলেন, কথার অবস্থা খারাপ মনে হলে তাকে গত শনিবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। তার লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ