ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

পৌর শহরে থেকেও পানিবন্দি ৩ হাজার মানুষ

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৭

উন্নত জীবনযাপনের জন্য সামর্থ অনুযায়ী উন্নত পরিবেশে বসবাস করতে চাওয়া প্রতিটি নাগরিকের চাহিদা। সেই জীবনযাপন যদি হয় পানিবন্দি তখন নাগরিক চাহিদা ক্ষুন্ন হয়। পানিবন্দি এমন জনজীবন রয়েছে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার নবগ্রাম, বৈশাখী পাড়া ও কলুকাঠি গ্রামের বাসিন্দাদের।

নড়িয়া পৌরসভার পানিবন্দি এলাকায় গিয়ে দেখা যায়, পৌরসভার প্রাণকেন্দ্রের নবগ্রাম ও বৈশাখী পাড়াসহ কলুকাঠি এলাকার প্রায় ৩ হাজার মানুষের পানিবন্দি জীবনযাপন। পানি নিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বছরের ৬ মাস পানিবন্দি থাকতে হয় তাদের। অনেক বাড়ির উঠানেও রয়েছে পানি। শিশু সন্তানদের নিয়ে উৎকন্ঠায় থাকতে হয় বাবা-মাকে। শত শতর্কতার মাঝেও ছোট ছোট শিশুরা খেলার ছলে পানিতে নেমে যায়। দীর্ঘ সময় পানিবন্দি থাকায় জোঁক ও মশা সৃষ্টি হয় পানিতে। তাদের দুর্গন্ধযুক্ত পানি দিয়ে গোসলসহ সংসারের সকল কাজ করতে হচ্ছে। এতে নানান রোগাক্রান্ত হয়েও পানিবন্দি জীবনযাপনে বাধ্য তারা।

পানিবন্দি সেতারা বেগম জানান, বছরের ছয় মাস তার বাড়ির উঠোনে পানি থাকে। তার শিশু সন্তান কেবল বসতে শিখেছে। তাকে বসিয়ে রেখে সংসারের কাজ করার সময় উঠানের পানির দিকে যেতে চেষ্টা করে। কয়েকদিন পরে তাকে বেধে রাখতে হবে।

পল্লবী আক্তার জানান, পচা পানিতে বন্দি তাদের জীবনযাপন। পানিতে ময়লার পাশাপাশি জোঁক ও মশা রয়েছে। সংসারের কাজে ব্যবহারের জন্য বিশুদ্ধ পানির অভাব। ময়লা পানি ব্যবহার কারে তাদের রোগ বালাই ছাড়ছে না।

ভুক্তভোগী দিনমজুর কুদ্দুস আকন জানান, পানিতে বাড়ির আঙিনা ও চারপাশ তলিয়ে থাকায় কোনো শাকসবজি উৎপাদন করতে পারছে না তারা। পানি নিস্কাশনের ব্যবস্থা হলে শাকসবজি উৎপাদন করে বাড়তি রোজগারের ব্যবস্থা হতো।

এ বিষয়ে নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, নবগ্রাম-বৈশাখী পাড়া ও কলুকাঠি এলাকায় প্রায় ৩ হাজার মানুষের বানিবন্দি জীবনযাপন। পানি নিস্কাশন সম্ভব হয় না। পানি উন্নয়ন বোর্ড ও সহকারী কমিশনার (ভূমি) কে সাথে নিয়ে পানিবন্দি এলাকাগুলো ঘুরে ঘুরে চিহ্নিত করেছি। পানি উন্নয়ন বোর্ড মাটি কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করবে। পরবর্তীতে প্রকল্প গ্রহণ করে ড্রেনেজ করে দিব। ইতোমধ্যে নবগ্রাম এলাকায় প্রকল্প অনুমোদন হয়েছে। রাস্তা ও ড্রেনেজ এক সাথে হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ