নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হয়েছেন ত্রিশাল থানার বালিপাড়া বিটের দায়িত্বে থাকা এসআই আনিছুর রহমান।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সভাকক্ষে গত ২৩ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এবং রেঞ্জের উর্ধতন কর্মকর্তা সহ জামালপুর, শেরপুর ও নেত্রকোনার পুলিশ সুপারগণ।
এসআই আনিছুর রহমান বলেন, নিজ কর্মস্থল থেকে যেকোনো স্বীকৃতি আমার জন্য অনেক বড় পাওয়া। নিঃসন্দেহে এ প্রাপ্তি আমাকে আমার কাজের প্রতি আরও যত্নশীল করে তুলবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ