নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শীতলক্ষ্যা নদীতে এক নারীর অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টাঙ্গাব ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি রাজু আহাম্মেদ।
তিনি বলেন, টাঙ্গাব ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, মরদেহের গায়ে কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ