নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
গভীর সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে খালি হাতে নিরাপদ আশ্রয়ে উপকূলে ফিরেছে ভোলার চরফ্যাসন উপজেলার জেলেরা।
রোববার (১৭ সেপ্টেম্বর) উপজেলার সুকনাখালী ঘাটে গিয়ে দেখা যায় এমন চিত্র।
উপকূলে ফেরা জেলেদের চোখে মুখে ছিল হতাশার ছাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমের মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে বৈরি আবহাওয়া বিরাজ করছে। ফলে তাদের মাছ ছাড়া খালি হাতেই নিরাপদ আশ্রয়ে ফিরতে হয়েছে।
এদিকে এবার ইলিশের ভরা মৌসুমেও ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। কিন্তু হঠাৎ সমুদ্র উত্তাল হলে নিরাপদ আশ্রয়ে ফিরে আসেন তারা।
সুখনা খালী ঘাটের আকবর, বিল্লাল ও শাহজাহান মাঝি জানান, জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ শিকারে যাই আমরা। গত কয়েক বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিতে সমুদ্রে যেতে পারিনি। ইলিশের মৌসুমেও সাগরে আশানুরূপ ইলিশ না পেয়ে অধিকাংশ জেলে খালি হাতে ফিরেছে ঘাটে। বছরের বেশিরভাগ সময়ে এভাবে অবরোধ আর আবহাওয়া খারাপ হলে পেশায় টিকে থাকা দায় হয়ে যাবে। লোকসানের মুখে ফিরতে হবে অন্য পেশায়।
ট্রলার মালিক সালাউদ্দিন মেম্বার জানান, বিগত কয়েক বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারির জন্য সাগরে ট্রলার পাঠাতে পারিনি। এ বছর সাগরে তেমন ইলিশ ধরা পড়ছে না। সাগরে ট্রলার পাঠিয়ে প্রতি ট্রিপে পড়তে হচ্ছে লোকসানে। মাঝি-মাল্লাদের বেতন চালাতে হিমশিম খাচ্ছি।
এ বিষয়ে চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, সাগর উত্তাল হওয়ার কারণে চরফ্যাসন উপজেলার জেলেরা নিরাপদ স্থানে এসেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ফের সাগরে যাবে এসব জেলেরা। তবে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং জেলেদের মুখে হাসি ফুটে উঠবে এমন প্রত্যশা সকলের।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ