ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

সন্তানদের প্রতি ভালোবাসার দ্বন্দ্বে বাবার আত্মহত্যা 

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৬

ময়মনসিংহের ত্রিশালে দুই সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসার দ্বন্দ্বে বাবা তমিজ উদ্দিন (৫২) আত্মহত্যা করেছেন। নিহত তমিজ উদ্দিন উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়া পাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী ও স্বজনেরা জানান, তমিজ উদ্দিনের তিন ছেলে ও এক মেয়ে। বড় দুই ছেলে ও মেয়ে বাড়িতেই থাকে। ছোট ছেলেকে কিছুদিন হলো বিদেশে পাঠানো হয়েছে। বাড়িতে অবস্থান করা বড় ছেলেকে মা বেশি ভালোবাসে আর মেজো ছেলেকে বাবা বেশি ভালোবাসে। এ নিয়ে বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়। আর সেই ঝগড়ার জের ধরেই শারীরিকভাবে অসুস্থ তমিজ উদ্দিন আত্মহত্যা করতে পারেন।

তমিজ উদ্দিনের মেজো ছেলে নেজামুল বলেন, আমার বাবা আমাকে একটু বেশি ভালোবাসে আর আমার মা আমার বড় ভাইকে একটু বেশি ভালোবাসে। এটা নিয়ে মা-বাবার মধ্যে ঝগড়া হয়েছে। বাবা অসুস্থ। আগে আরও দুইবার স্টোক করছে। রাগের বশত ফজরের আজানের আগে আগে এ কাজ (আত্মহত্যা) করে ফেলছে। খোঁজ পাওয়ার পর আমরা নামানোর সাথে মুখে একটু পানি দিতেই উনি মারা গেছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মাকসুদ খান বলেন, উনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। তবে শুনেছি দুই সন্তানকে ভালোবাসা নিয়ে উনাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়েছিল। সাথে অভাব-অনটনের বিষয়টি তো আছেই।

ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটানটি ঘটতে পারে। তমিজ উদ্দিনের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ