ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

মমেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০২

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেকে) হাসপাতালে বাসুদেব সরকার (৬৫) নামের ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আট জন।

রোববার (১৭ সেপ্টেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাসুদেব সরকার। তিনি টাঙ্গাইলের দেলদোয়ার গ্রামের সুমেষ সরকারের ছেলে।

সোমবার দুপুরে এ তথ্য জানান মমেকের ডেঙ্গু ওর্য়াডের ফোকাল পার্সন ফরহাদ হোসেন হিরা।

তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিল বাসুদেব সরকার। পরদিন রোববার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে আট জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৮ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী রয়েছে ১১৪ জন। এর মধ্যে পুরুষ ৮৪ জন, নারী ২৩ জন ও ৭ শিশু রয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ