নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমন (৩৫) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন একই এলাকার মৃত করম আলীর ছেলে।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, রাত সোয়া ২ টার দিকে রসুলপুর এলাকায় পলাশের কয়েল কারখানার পাশে রাজমিস্ত্রি সুমনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ধারণা করেছে, সুমনকে রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে এখনও জানা যায়নি। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলছে বলেও জানান ওসি। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ