নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে মো. হারুনুর রশিদ নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত টগী গ্রিন শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং লিমিটেডের ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হারুনুর রশিদ (৩৮) কুড়িগ্রামের রৌমারীর বাসিন্দা বলে জানা গেছে।
শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, রোববার রাতে স্ক্র্যাপ জাহাজের ছাদ থেকে পড়ে ওই শ্রমিক গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, শিপইয়ার্ডে নিহত ব্যক্তির মরদেহ চট্টগ্রামের পাঁচলাইশ থানা থেকে ময়নাতদ্বন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ