ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

মিরসরাইয়ে জামায়াত-শিবিরের ৭৯ নেতাকর্মীর নামে মামলা

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১

চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াত-শিবিরের ৭৯ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। মামলায় ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বারইয়ারহাট শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ বাদী জোরারগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলা উদ্দিন শিকদারকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া উত্তর জেলা জামায়াতের অফিস সেক্রেটারি ফজলুল করিম, উত্তর জেলা শিবিরের সভাপতি নাজমুজ সালেহীন, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, সেক্রেটারি মাঈন উদ্দিনসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন বলেন, জোরারগঞ্জ থানার বিএসআরএম গেটে মহাসড়কে গাড়ি চলাচল বাধাগ্রস্ত করা ও ভাঙচুরের ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলায় এখনো কোনো আসামিকে আটক করা যায়নি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ