ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

পদ্মার এক পাঙাশ সাড়ে ২৫ হাজারে বিক্রি

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪২

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়ে। মাছটি ২৫ হাজার ৫শ টাকায় বিক্রি হয়েছে।

জেলে জামাল হালদার জানান, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় তিনি জাল ফেলেন। বেলা ১১টার দিকে জালে বড় ধরনের টান অনুভব হলে, জাল গুটিয়ে দেখেন পাঙাশ মাছটি ধরা পড়েছে।

মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটের একটি আড়তে এনে উন্মুক্ত নিলামে তুললে মাছ ব্যবসায়ী চাঁদনি-আরিফা মৎস আরতের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৩ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন।

চান্দু মোল্লা জানান, মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি তিনি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ