ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

চট্টগ্রামে নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে লায়ন ইমরান

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৫

২৭ আগস্ট সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় রেললাইন পার হওয়ার সময় পুলিশের গাড়িতে ট্রেনের আঘাতে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ’র হাতে ৪ লক্ষ টাকার চেক তুলে দেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। নিহত ও আহত পুলিশ সদস্যদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে পুলিশ সুপার একে অভুতপূর্ব ও অনুপ্রেরণাদায়ক হিসেবে অভিহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ. এন. এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং লায়ন মোহাম্মদ ইমরানের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সারতাজ ইমরান।

লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, ‘পুলিশ সদস্যরা রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে আমাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় জানবাজি রেখে কাজ করে যান। দায়িত্ব পালনরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় তাঁরা নির্মমভাবে আহত ও নিহত হয়েছেন। সীতাকুণ্ডের সন্তান ও বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশরত্ন শেখ হাসিনার রাজনীতিক কর্মী হিসেবে আমরা বসে থাকতে পারি না।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে মানুষের মাঝে মানবতার ফেরিওয়ালা হয়ে এভাবে কাজ করে সকল শিল্পপতিরা এগিয়ে আসলে এই দেশ কখনো পিছিয়ে যাবে না।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ