ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

বালিশ চাপা দিয়ে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেফতার

প্রকাশনার সময়: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৮

চট্টগ্রাম নগরীর বন্দর থানায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে শাশুড়িকে হত্যা মামলায় জামাই মো. আজিমকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজিম কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার কলেজপাড়ার মৃত আলী জোহরের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত দুই মাস আগে আজিমের বাসায় উঠেন শাশুড়ি রুমা আক্তার ওরফে মঞ্জুরা বেগম। তার এক ছেলে দুই মেয়ে। মেয়ে পারভীন আক্তার ইপিজেডে একটি গার্মেন্টেসে চাকরি করেন। ছেলে আর্থিকভাবে অসচ্ছ্বল হওয়ায় মেয়ে পারভীন আক্তার মাকে চট্টগ্রামের বাসায় এনে রাখেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর সাথে নানা সময় ঝগড়া হতো। মাঝে মাঝে মা-মেয়ে দুজনকেই মারধরও করতেন আজিম।

গতকাল রোববার সকালে পারভীন আক্তার গার্মেন্টেসে চলে গেলে আজিম তার শাশুড়িকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে গলায় ওড়না পেঁচিয়ে মরদেহ জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের ছেলে জুয়েল তার ভগ্নিপতি আজিমকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোমবার জামাই আজিমকে গ্রেফতার করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ