নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে করোনা শনাক্তের পর ৬ জন এবং উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা পরবর্তী জটিলতায় আরো একজন মারা গেছেন। আগের দুইদিন ৫ করে মৃত্যু হয়েছিল রামেকে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মৃতদের মধ্যে ৪ জন রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের জেলার ৩ জন এবং নাটোর, নওগাঁ ও কুষ্টিয়া জেলার একজন করে বাসিন্দার মৃত্যু হয়।
একদিনে রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭ জন। হাসপাতালের ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১৪৫ জন।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ