ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

এসিল্যান্ডের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

প্রকাশনার সময়: ১৮ আগস্ট ২০২৩, ১৮:০৮

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেনের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি সাধারণ মানুষকে সতর্ক করে অফিসের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন।

একটি প্রতারক চক্র এসিল্যান্ডের ব্যবহৃত অফিসিয়াল ফোন নম্বরটি ক্লোন করে তার সহকর্মীদের কাছ থেকে টাকা চেয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে এসিল্যান্ড মো. ইকবাল হোসেন বলেন, একটি চক্র আমার ব্যবহৃত অফিসিয়াল ফোন নম্বরটি ক্লোন করে আমার সহকর্মীদের কাছ থেকে টাকা চেয়েছে। তারা যেহেতু আমার অফিসের কলিগ, সেহেতু তারা মোবাইলে টাকা চাওয়ার বিষয়টি বিশ্বাস করেননি। তারা সরাসরি আমাকে বিষয়টি অবগত করেন। পরে আমি সবাইকে সতর্ক থাকতে ফেসবুকে নম্বর ক্লোনের বিষয়টি পোস্ট করি। তিনি বলেন, ক্লোন হওয়া নম্বরটি সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, কোনো প্রতারক চক্র এসিল্যান্ডের অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে করে টাকা পয়সা চাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কাজ করছে।

নয়া শতাব্দী/এসএ/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ