নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঘোড়াধাপ ইউনিয়নের কেজাই কান্দা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াধাপ ইউনিয়নের কেজাই কান্দা এলাকার কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩৫) প্রতিবেশি মছর উদ্দিনের ঘরের টিনের চালে কাজ করছিলেন। এ সময় ঘরের টিনের চালের বিদ্যুতের সর্টসার্কিট হলে কাঠমিস্ত্রি রুবেল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাবাকে ধরতে গিয়ে তার শিশু সন্তান এনায়েত (৬) বিদ্যুৎপৃষ্ট হয়। পরে শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. দ্বীন আমিন জানান, বাবা-পুত্রের বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি শুনেছি। অত্যন্ত দু:খজনক ঘটনা। সেখানে গিয়ে বিষয়টি খোঁজখবর নিচ্ছি বলে জানান তিনি।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ