ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

পদ্মার এক বোয়াল মাছের দাম ৫৬ হাজার টাকা!

প্রকাশনার সময়: ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৩ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৫

রাজবাড়ীর গোয়ালন্দে আবারও বিশাল আকারের বোয়াল মাছ ধরা পড়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পদ্মা-যমুনা মোহনায় মানিকগঞ্জের জেলে কাইয়ুম হালদারের জালে ২২কেজি ওজনের এ বোয়াল মাছটি ধরা পড়ে।

বেলা আড়াইটার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে নিয়ে এলে স্থানীয় মৎস ব্যবসায়ী শাহজাহান শেখ ২ হাজার ২শ টাকা কেজি দরে মোট ৪৮হাজার ৪শ টাকা দিয়ে কিনে নেন। এর পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ২ হাজার ৫শ ৫০ টাকা করে মোট ৫৬ হাজার ১শ টাকায় বিক্রি করেন।

এ সময় মাছটি দেখার জন্য উৎসুক জনতা আড়ৎ এর সামনে ভিড় জমায়। জেলে কাইয়ুম হালদার বলেন, প্রতিদিনের মতো আজকেও ভোরের দিকে পদ্মায় মাছ ধরতে আসি কয়েকবার জাল ফেললেও মাছ না পেয়ে হতাশ হই। পরে শেষের দিকে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেললে এই বোয়ালটি ধরা পড়ে। মাছটি পেয়ে ভালই লাগছে।

জেলা মৎস কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, পদ্মা নদীর এ এলাকায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মায় এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলতে পারলে মাছগুলো নদীতে বংশ বিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ