নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জের চৌহালীতে বন্যার পানিতে ডুবে তোয়া (৩) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাষপুকুরিয়ার ইউনিয়নের কোদালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার ছবুর সিকদারের মেয়ে।
নিহতের পিতা ছবুর সিকদার বলেন, ‘সকালে তোয়া মনি উঠানে খেলা করছিল। পরে তাকে পাওয়া যাচ্ছিলো না। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ি পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরে ইসিজি করে দেখা যায় তার মৃত্যু হয়েছে।
নয়া শতাব্দী/এসকে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ