নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ময়মনসিংহের খাগডহর এলাকা থেকে অস্ত্রসহ চার জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) ।
শনিবার (০৪ সেপ্টেম্বর) ভোর রাত ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে র্যাব-১৪’র অধিনায়ক মো. রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র্যাব-১৪’র একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুঁড়ে, র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে।
অভিযানের এক পর্যায়ে ওই চার জঙ্গিকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ