নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বরগুনার আলোচিত সেই সন্ত্রাসী বন্ড বাহিনীর অন্যতম সদস্য মুসা বন্ডকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত (০৩ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে বরগুনার মাছ বাজার থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। অস্ত্র, মাদকসহ মুসা চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
এর আগে ২০১৯ সালের ২৬ জুন বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ৫ নম্বর আসামি ছিল মো. মুসা ওরফে মুসা বন্ড। রিফাত হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন মুসা।
মুসা বরগুনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি এলাকার কামাল খানের ছেলে। রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়া ওই মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি নয়ন বন্ডের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মুসা। এছাড়াও তিনি বন্ড বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন পলাতক ছিল মুসা বন্ড। মুসার নামে শুধু সদর থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টার মামলাসহ ৪টি মামলায় ওয়ারেন্ট ছিল। পুলিশ তার কোনো হদিস পায়নি। শুক্রবার দিবাগত রাতে মাছ বাজার এলাকা থেকে মুসাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ