নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
হবিগঞ্জ জেলার মাধবপুরে বিষাক্ত সাপের কামড়ে স্বপন সাঁওতাল (৩৮) নামে এক চা শ্রমিক মারা গেছেন।
স্থানীয়রা জানান, স্বপন বৃহস্পতিবার একটি সাপের বাচ্চা ধরে বাড়িতে নিয়ে আসেন। দিনভর সঙ্গে রাখার পর রাতে সাপটি তার হাতে কামড় দেয়। কিন্তু বাচ্চা সাপ বিষাক্ত নয় ধারণা করে সাপটি পকেটে রেখে ঘুমাতে যান তিনি। সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করলেও তিনি ঘুম থেকে উঠছিলেন না। খবর পেয়ে শুক্রবার সুরমা চা বাগানের চিকিৎসক শওকত আালী ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত স্বপন সাঁওতাল সুরমা চা বাগানের রেংগুটিলা এলাকার বাবু লাল সাঁওতালের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগানের ব্যবস্থাপক আবুল কাশেম।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ