নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
টাঙ্গাইলে যমুনাসহ সকল নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়াও ধলেশ্বরী ৭৩ ও ঝিনাই নদীর পানি বিপদ সীমার ৮৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহি হচ্ছে।
এতে করে নদী তীরবর্তী টাঙ্গাঈল সদর, কালিহাতি, নাগরপুর, ভূঞাপুর ও বাসাইল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে বন্যা পরিস্থিতি অপরিবর্তীত রয়েছে।
এদিকে বন্যা দুর্গত এলাকার কৃষকরা জানান, গত এক সপ্তাহের বন্যায় তাদের কৃষির ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে। আমন ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যনুযায়ী জেলায় এখন পর্যন্ত ৭৫০ হেক্টর আমন ধান বন্যার পানিতে তলিয়ে গেছে।
জেলা প্রশাসক আতাউল গণি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ৪০ মেট্রিকটন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে।নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ