নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
চট্টগ্রামে নারী সেজে মোবাইল চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. জাকারিয়া (২২) ও মো. আমির আহাম্মদ (৩৮)।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ জানায়, গত ২২ আগস্ট দিনগত রাত ৩টা থেকে ৫টার মধ্যে এক যুবক নারীর পোশাক পরে চারটি মোবাইল চুরি করে। ঘটনাস্থলের ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ফুটেজ দেখে ওই যুবককে শনাক্ত করা হয়।
এ ঘটনায় বুধবার পাহাড়তলী থানায় একটি মামলা রুজু হয়। ওইদিনই অভিযান চালিয়ে একটি চোরাই মোবাইলসহ জাকারিয়াকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া স্বীকারোক্তিতে বৃহস্পতিবার তিনটি চোরাই মোবাইলসহ মো. আমির আহাম্মদকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ