ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

চেয়ারম্যান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশনার সময়: ২৮ মে ২০২৩, ২২:৩৫

ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তাজুল ইসলাম তানু (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৮ মে) বিকেলে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব- ১০ এ অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শনিবার র‌্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার বংশাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়ার মূল পরিকল্পনাকারী আসামিকে র‌্যাব গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, ২০১৩ সালের ১০ ডিসেম্বর বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তৎকালীন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপরে তার পরিচয় গোপন রাখতে তানুর নির্দেশে মরদেহে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় আতিক উল্লাহ চৌধুরীর ছেলে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। মামলা তদন্ত শেষে পুলিশ গুলজার ও তানুসহ ৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করে। এর ভিত্তিতে বিজ্ঞ আদালত সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ২ ডিসেম্বরে আসামি তাজুল ইসলাম তানু, গুলজার, জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর খাঁ, আহসানুল কবির ইমন, রফিকুল ইসলাম আমিন ওরফে টুন্ডা আমিন, শিহাব আহমেদ শিবু, মো. আসিফদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।

এর আগে হত্যা মামলার অন্যান্য আসামিরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী তাজুল ইসলাম তানু আত্মগোপনে ছিলেন। অবশেষে র‌্যাবের হাত গ্রেফতার হয় তানু। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ