ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

ময়মনসিংহে ২১ মামলার আসামি ডাকাত সম্রাটসহ গ্রেফতার ৯

প্রকাশনার সময়: ২৮ মে ২০২৩, ১৮:১১

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে ২১ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সম্রাটসহ ৯ ডাকাতকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার উদ্ধার হয়।

গ্রেফতার ডাকাতরা হলেন, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামের ২১ মামলার আসামী মো. সম্রাট (২৬), দেওয়ানগঞ্জ উপজেলার মোল্লাপাড়া গ্রামের মো. রাশিদুল (৩৪), পাবনা জেলার ফরিদপুর উপজেলার ধানোয়াঘাট গ্রামের মো. আল আমিন (৩০), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামের আব্দুল আলিম (২২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাগলপুর গ্রামের মো. হযরত আলী শেখ (৩৪), শেরপুর জেলার শ্রীবন্দী থানার বালিয়াচন্ডি গ্রামের মো. উকিল মিয়া (২২), জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার নতুন টুক্কারচর বড়বাড়ী গ্রামের মো. হাবিবুর রহমান (৫৫), মাদারগঞ্জ উপজেলার সালাবান্দা গ্রামের মো. শান্ত (৪৩), ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের মো. আল আমিন (২৮)।

এ সময় গ্রেফতার হওয়া ডাকাতদের তথ্যমতে ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামের হোসেন আলীর গোয়াল ঘর থেকে চারটি গরুসহ ওই এলাকার মো. হোসেন আলী (৬০) ও আল আমিনকে (৩০) গ্রেফতার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সম্রাটসহ আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেফতার ও ৪টি উদ্ধার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। ওই ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ