নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খানের চেয়ে ১৬ হাজার ১৯৭ ভোট বেশি পেয়ে জয় হয়েছেন তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে এ নির্বাচনের ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ ঘোষণা দেন।
জায়েদা খাতুনের বিজয়ের এমন খবরে তার বাসভবনের সামনে ভিড় বাড়ছে কর্মী ও সমর্থকদের। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে সাবেক মেয়র ও জাহাঙ্গীর আলমের সমর্থকরা দলে দলে মিছিল নিয়ে জায়েদা খাতুনের বাড়ির সামনে আসছেন। মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
বৃহস্পতিবার (২৫) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
নয়া শতাব্দী/এসআর/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ