ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

হঠাৎ ফাঁকা বঙ্গতাজ অডিটোরিয়াম, তৎপর পুলিশ

প্রকাশনার সময়: ২৬ মে ২০২৩, ০১:২০

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। রিটার্নিং অফিসার হিসেবে ফল ঘোষণা করছেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। সন্ধ্যার পর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আসার পর থেকে লোকে লোকারণ্য ছিল গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়াম। তবে রাত ১২টার পর থেকে ফাঁকা হতে শুরু করে। নৌকার সমর্থকদের অনেকেই চলে গেছেন। এত হঠাৎ করে পুলিশও খুব তৎপর হয়ে উঠেছে।

সবশেষ প্রাপ্ত ফলে এখন পর্যন্ত বেসরকারিভাবে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। এখনো ভেতরে অবস্থান করছেন জাহাঙ্গীর। তবে আওয়ামী লীগের প্রার্থী বা তাদের সমন্বয়কদের কাউকেই দেখা যায়নি।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ হাজার ৪৯৭টি।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ