রবিবার, ১১ জুন ২০২৩, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০
সিটি নির্বাচন

বরিশালে ২০ জন সাধারণ কাউন্সিলরের মনোনয়ন প্রত্যাহার

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৩, ২০:১৫ | আপডেট: ২৫ মে ২০২৩, ২১:৩০

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রতাহারের শেষ দিনে (বৃহস্পতিবার) বিকেল পর্যন্ত ২০ জন সাধারণ কাউন্সিলর তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

এদিকে, দলীয় সিদ্ধান্ত মেনে আজ বৃহস্পতিবার সকালে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন প্রত্যাহার করেছেন মহানগর বিএনপি নেতা আ ন ম সাইফুল ইসলাম আজিম, মাঈনুল হক।

মো. হুমায়ুন কবির বলেন, ‘সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ২০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছে। এ নিয়ে মেয়র ৭ জন, সাধারণ ১১৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৪২ জন।’

অন্যদিকে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আপিল করে আরও এক প্রার্থী তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আসাদুজ্জামান। এ নিয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মোট মেয়র প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

এছাড়াও বরিশালের ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩ জন ও সংরক্ষিত ২ জন প্রার্থী আপিল করে তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। এর আগে গত ১৮ মে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেখানে ১০ জন মেয়র পদের মধ্যে ৬ জন বৈধ ও ৪ জনের বাতিল করে নির্বাচন কমিশন।

শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং পরে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

প্রসঙ্গত, এবারের বরিশাল সিটি নির্বাচনে ৩০ ওয়ার্ডে ১২৬টি ভোট কেন্দ্রে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন ও পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। তফসিল অনুযায়ী, আগামী ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নয়া শতাব্দী/এসআর/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ