ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৩, ১৯:৫৬
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল ঢালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ শুক্কুর আলী (৬৫) সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে নিহত শুক্কুর আলী ধামাইল ঢালীবাড়ি এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় শুক্কুর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

গফরগাঁও রেলওয়ে স্টেশন জিআরপি ফাঁড়ির উপপরিদর্শক হারন অর রশিদ বলেন, ‘নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মরদেহ নিয়ে গেছেন।’

নয়া শতাব্দী/এসআর/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ