ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

জগন্নাথপুরে উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৩, ১৬:১১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে। একটানা ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। সংশ্লিষ্টরা ধারণা করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়বে।

সরেজমিনে ইকড়ছই আলিয়া মাদরাসা, জগন্নাথপুর মডেল স্কুল, জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরবিয়া দারুল হাদিস টাইটেল মাদরাসা, পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিবপুর আব্দুল তাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি নিতান্তই কম। দীর্ঘ লম্বা সারিবদ্ধ ভোটার লাইন চোখে পড়েনি। মাঝেমধ্যে ৪ থেকে ৫ জন ভোটার দেখা যাচ্ছে লাইনে।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আমরা কাজ করছি। ভোটের পরিবেশ সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করা যাচ্ছে।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩১ জন এবং নারী ভোটার ৯৯ হাজার ৯১৭ জন। নির্বাচনে স্থায়ী বুথ রয়েছে ৫২৯টি ও অস্থায়ী ৭০টি।

নয়া শতাব্দী/এসআর/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ