নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমারুল-বনপাড়া মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) বেলা সাড় ১১ টার দিকে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তাড়াশ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এবং মহিষলুটি এলাকার মাঝামাঝি একটি স্থানে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করেন।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। আর মরদেহের নাকে রক্ত লেগে ছিল। ধারণা করা হচ্ছে, কোনো যানবহন থেকে পড়ে মারা যেতে পারেন। মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানা হয়েছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ