নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কিশোরগঞ্জের আন্তঃজেলা গাইটাল বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেট থেকে মো. কামরুল ইসলাম (৩৪) নামে এক
বুধবার (২৪ মে) দিবাগত রাত সাড়ে দশটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কামরুল কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বুড়িরচর গ্রামের আ. হাসিমের ছেলে।
কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী জানান, গাইটাল আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে ৭ সদস্যের একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে যায়। পরে হাইড্রলিক হার্সকাটার ব্যবহার করে পাবলিক টয়লেট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। তার প্যান্টের পকেট থেকে পাওয়া এনআইডি কার্ড থেকে জানা যায় তার নাম কামরুল ইসলাম। পরে মরদেহ উদ্ধার শেষে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করি।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ জানান, নিহতের মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের এনআইডি কার্ডের সূত্র ধরে তার ইউনিয়নের চেয়ারম্যানকে জানানো হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ