নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ফরিদপুরের চরভদ্রাসনে পাওনা টাকা চাইতে গিয়ে মাথায় কাঠের আঘাতপ্রাপ্ত স্বপন শেখ (২৮) ১৩ দিন আইসিইউতে থাকার পর মারা গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাই সেলিম জানান, ১৩ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে সে মারা যায়।
স্বপন সদর ইউনিয়নের আব্দুল সিকদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা শেখ জালালের ছেলে। তার এক বছর বয়সি এক পুত্র সন্তান এবং স্ত্রী রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ মে) সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার আদর্শ স্কুল রোডে সুজনের ফার্নিচারের দোকানে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকান মালিক সুজন স্বপনের মাথায় কাঠ দিয়ে আঘাত করে। কাঠের আঘাতে স্বপন মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা স্বপনকে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মাথার অপারেশন হলে তার মাথার খুলির দশটি ভাঙা টুকরা বের করেন চিকিৎসক।
ঘাতক সুজন ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজারের পেয়ারপুর এলাকার বাসিন্দা। বর্তমানে সে পলাতক রয়েছে।
চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, এ ঘটনায় গত ১২ মে ছেলেটির মামা হযরত মুন্সি বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। আসামি পলাতক আছে, আমরা তাকে আটকের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ