নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
পটুয়াখালীর কলাপাড়ায় জমি চাষের ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বালীয়াতলী ইউপির মুসুল্লিয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক রুমেল (১৮) পাবনা জেলার ঈশ্বরদী থানার লক্ষীকুন্ডা ইউপির আমজেদ ফকিরের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, নিহত তরুণ রুমেল গত কয়েক মাস ধরে কলাপাড়ার বিভিন্ন এলাকায় ট্রাক্টর দিয়ে কৃষকের ফসলি মাঠে চাষাবাদের জমি তৈরি করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় মাঠের কাজ শেষে দুর্ঘটনাকবলিত এলাকা দিয়ে সড়কে উঠতে গিয়ে ট্রাক্টর উল্টে মালেক মোল্লার পুকুরে পড়ে যায়। এ সময় পানির নিচে ট্রাক্টরের চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যায় ৭টায় মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ