নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
পটুয়াখালীর মহিপুরে প্রায় ৫০ মন ইলিশের পোনাসহ ১টি ট্রলার জব্দ করেছে নিজামপুর কোষ্টগার্ড সদস্যরা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সোনাতলা নদীতে অভিযান চালিয়ে এসব পোনা মাছ জব্দ করা হয়। তবে অভিযানকালীন সময়ে কোনো জেলেকে আটক করতে পারেনি কোষ্টগার্ড। পরে এসব পোনা মাছ বিভিন্ন এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহমুদ জানান, মঙ্গলবার সকালে মহড়াকালীন সময়ে ইলিশের পোনা বহনকারী ওই ট্রলারটিকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তবে ট্রলারের মাঝি ও তার সহযোগীরা পালিয়ে গেছে।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ